শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদিতে নতুন আক্রান্ত ৯২ জন, সুস্হ্য হয়েছেন ৩৫ জন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০২০
news-image

 

সালাউদ্দিন সোহেল, সৌদি আরবঃ

মধ্যপ্রাচ্যর অন্যতম শক্তিধর শ্রমবাজার সৌদিআরবে দিন দিন মহামারি করোনা ভাইরাস ভয়ংকর আকার ধারন করছে । দেশটিতে বেড়েই চলছে করোনা ভাইরাস নামক মরন ব্যাধি এ রোগটি। এতো সব কঠোর বড় বড় প্রদক্ষেপের মধ্যেও নতুন করে এ দেশটি আজ ৯২ জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হন।

সৌদি আরবে করোনা ভাইরাসে ০২ মার্চ থেকে শুরু করে ২৭ মার্চ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১০৪ জন, তার মধ্যে মারা গেছেন ৩ জন এবং সুস্থ হয়েছেন ৩৫ জন । আজকে নতুন করে যে সকল শহরে ৯২ জন আক্রান্ত হলেন তার মধ্যে: রিয়াদে ৪৬ জন, মদিনায় ১৯ জন,কার্তিফে ১০ জন,জেদ্দায় ৭ জন,দাম্মামে ৪ জন,দাহরানে ২ জন,বুরাইদায় ২ জন, হূফুফে ১ জন এবং খোবারে ১ জন।

আর পড়তে পারেন