মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদিতে আজ করোনায় আক্রান্ত ৩৯৪১, কাল তুলে দেওয়া হবে সকল লকডাউন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২০, ২০২০
news-image

 

সালাউদ্দিন সোহেলঃ

আগামীকাল রবিবার (২১ জুন) থেকে সৌদি আরবে সব ধরনের লকডাউন তুলে দেয়া হবে। মক্কার হেরেম শরিফ, সকল মসজিদ খুলে দেওয়া হবে।

সৌদি আরবে আজ শনিবার (২০ জুন) সর্বোচ্চ করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ১ লাখ ৫৪ হাজার ২৩৩ জন।

একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ৪৬ জন করোনা রোগী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৩০ জনের।

এছাড়াও দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৭৮ জন প্রবাসী বাংলাদেশি।

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ১৫৩ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯৮ হাজার ৯১৭ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৫৪ হাজার ৮৬ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন মিনিস্ট্রি অফ হেলথ (সৌদি আরব)।

আর পড়তে পারেন