শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০২১
news-image

সালাহ উদ্দিন সোহেলঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর উদ্যোগে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে ফ্রী ব্লাড গ্রুপিং ২০২১ অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বিকাল আড়াইটা পর্যন্ত ৬০০ লোকের রক্ত পরীক্ষা করা হয় বিনামূল্যে।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ রাজনীতি বিদ ফারুক চৌধুরী।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন মুহাম্মদ উপদেষ্টা SBDFB। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনি মজুমদার, আবুল হাসেম হৃদয়,ফয়সাল আহম্মেদ মোল্লা, রাশেদ মাহমুদ শাওন, ও আরিফুর রহমান ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন,মডেরটর, সদস্য ও সহযোগী সংগঠনের সদস্য, পরিচালক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে মুমূর্ষ রোগীদের সেচ্ছায় রক্ত দানের মাধ্যমে মানবতার সেবা প্রদান করে আসছে এ প্রতিষ্ঠানের সদস্যরা।

আর পড়তে পারেন