মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোমবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে কুমিল্লার বরুড়া উপজেলা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২০, ২০২০
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ার উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের উদ্যোগে- আগামী সোমবার (২২ জুন) থেকে বরুড়া উপজেলায় ১৪ দিনের জন্য বাজার ও সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা হয়েছে। হাসপাতাল, ফার্মেসী, সার-দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বন্ধ থাকবে সকল যানবাহন চলাচল। বন্ধের সিদ্ধান্ত আগামী ২২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বহাল থাকিবে। পাশাপাশি সকল এনজিওর কিস্তি পরিশোধ ৩০ সেপ্টেম্বর পযর্ন্ত বন্ধ থাকিবে।

রবিবার (২১জুন) এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম কর্তৃক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সর্ব সাধারণকে বিষয়টি নিশ্চিত করা হবে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোটা. কামাল হোসেন, পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বকতার হোসেন, বরুড়া থানা পুলিশের উপ পরিদর্শক বিকাশসহ আরো অনেকে।

আর পড়তে পারেন