শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেমিফাইনালের বাকি অংশ গড়ালো রিজার্ভ ডে’তে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১০, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেস্ক :

বৃষ্টির কারণে বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল গড়ালো রিজার্ভ ডে’তে।

এর আগে খেলা বৃষ্টির হানায় বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৪৬ ওভার এক বলে পাঁচ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টসে জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে দলীয় এক রানে সাজঘরে যায় মার্টিন গাপটিল। শুরুর ধাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন কেন উইলিয়ামসন আর হেনরি নিকোলস।

দলীয় ৬৯ রানে জাদেজার কাছে ধরা দেন নিকোলস। এরপর রস টেলরকে নিয়ে জুটি করেন উইলিয়ামসন। কিন্তু নিজের খাতায় ৬৭ রান যোগ করে ইয়ুজবেন্দ্র চাহালের ফাঁদে পা দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক উইলিয়ামসন।

৪১ ওভারের শেষ বলে দলীয় ১৬২ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার শিকার হন জেমস নিশাম। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২১১ রান করার পরই বৃষ্টি হানা দেয়।

৮৫ বলে ৬৭ রানে রস টেলর ও ৩ রান করা টম ল্যাথাম অপরাজিত রয়েছেন।

আর পড়তে পারেন