শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুপ্রিম কোর্টের আদেশে নবীনগরে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্ট এর আদেশে ০৬ মাসের জন্য স্থগিত হয়েছে। গতকাল বুধবার (২৬/০৭) নির্বাচন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আলহাজ্ব কাজী মজিবুর রহমান এর বরাত দিয়ে জানান, মাহামান্য বিচারক কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহ্ দৌত ব্যাঞ্চ ২৫ জুলাই এ নির্বাচনের ০৬ মাসের স্থগিত আদেশ দেন।
উল্লেখ্য গত বছর ২০১৬ইং অনুষ্ঠিত ম্যানেজিং কমিটি নির্বাচনে সভাপতি পদ নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে পাল্টা পাল্টি মামলা হয়। ওই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মো: সাদিকুল হক সাদির মামলা নিষ্পতি না হওয়া পর্যন্ত ২০১৭ এর নির্বাচন অবৈধ দাবী করে এ রিট আবেদন করেন। রিট আবেদনে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব, চেয়ারম্যান কুমিল্লা বোর্ড, পরিদর্শক (স্কুল) কুমিল্লা বোর্ড, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পক্ষ করা হয়েছে।

আর পড়তে পারেন