শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সুখেরা কাঁদে- মো: হাসান মাহমুদ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০১৮
news-image
এই ব্যস্ত রেলওয়ের জংশনে
পঁচা নোংরা ডাসবিনে,শহরের অলিতে গলিতে
আর ও পাশের ফুটপাতে
সুখেরা কাঁদে
মহা আর্তনাদে
চিৎকার মহা চিৎকার করে বলে
আমি কার সুখ, সুখ কার, কার ডিম্ব আর বির্যের!
আমি সুখ কার, কার অঙ্গের, আনন্দ ক্ষনের আর যোবনের।

নালা আর ডাসবিনে, জীবনের জংশনে
হাজার সুখেরা আর ক্ষুদার্থ কুকুর
এক সাথে, মহা সংগ্রাম করে অন্নের সন্ধানে
সুখেরা জন্মায় সুখিদের সর্গিত সুখের সংগমে
তাই সুখেরা কাঁদে
মহা আর্তনাদে
আর তীব্র চিৎকার করে বলে
ধংস সুখিরা,ধংস যোবনের আর অভিশপ্ত মাতৃ,বিশাক্ত বির্যের
ধংস এই জংশনের সুখদের মাতৃ পিত্রের।

আর পড়তে পারেন