শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সিটি কর্পোরেশনের ড্রেনের উপর করা স্ল্যাপের গর্ত এখন মৃত্যুকূপ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৬, ২০১৮
news-image

আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা জিলা স্কুলের প্রাচীরের বাইরের ড্রেনের উপর বড় বড় স্ল্যাপ বসিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আর এ স্ল্যাপগুলোর বড় বড় চার কোনাকার গর্তগুলো এখন পথচারি ও স্কুল শিক্ষার্থীদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রায় স্ল্যাপগুলোর গর্তে পড়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সম্প্রতি এসব বড় বড় গর্তে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে প্রায় ৯টি।

জিলা স্কুলের শিক্ষার্থী মাহতাব জানান, আমিসহ আরো ৩ জন এই গর্তে পড়েছি। পরে অন্য বন্ধুরা আমাদের বহু কষ্টে উদ্ধার করেছে। কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের ফলে মানুষ দুঘর্টনার শিকার হচ্ছে । এ কেমন কাজের ধরন।

স্থানীয় সূত্র জানায়, এ বিষয়টি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নির্মাণ কাজের গাফিলতির কারনে হচ্ছে। অচিরেই এর সুষ্ঠু ব্যবস্থা না নিলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কারণে আরো বড় বড় র্দুঘটনার শিকার হতে পারে পথচারিরা।

আর পড়তে পারেন