বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিঙ্গাপুর প্রবাসীর উদ্যোগে দাউদকান্দিতে ত্রাণ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারী:
করোনা ভাইরাসের দুর্যোগকালে মানবতার ডাকে সাড়া দিয়ে দেশের কর্মহীন দিনমজুর ও দুস্থ্য মানুষের পাশে দাড়িয়েছেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেস্বর খানেবাড়ীর সফিক খন্দকারে ছেলে বাবুল খন্দকার তাঁর চাচাত ভাই ও বন্ধুদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার সকালে নিজ গ্রাম খানেবাড়ীতে প্রত্যন্ত অঞ্চলের তিনশ পরিবারের হাতে চাউল, আটা, ডাল, পেঁয়াজ, তৈল, লবন, হাত ধোয়ার সাবান ও মাক্সসহ একসাথে প্যাকেট তুলে দেন বিটেস্বর ইউনিয় আ’লীগ সভাপতি আনিসুর রহমান ইখতার মেম্বার। খাদ্য সামগ্রীর প্যাকেট হাতে পেয়ে খুশিতে আবেগ আপ্লুত কাটা পাড়া গ্রামের ষাটোর্ধ্ব তাজ মেহের, নোয়াগাও গ্রামের শিরিনা আক্তার ও মাদলা গ্রামের সাত্তার শিকদার। সাধারণ সম্পাদক সালাম খন্দকারের পরিচালনায় বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির, শ্রমীকলীগ সভাপতি আবুল বাষার, যুবলীগ নেতা মুক্তার হোসেন, হানান মিয়া ও মারুকা ছাত্রলীগ সভাপতি জাকির প্রধান প্রমূখ।

সালাম খন্দকার জানান, বন্দু বান্ধবের ইচ্ছায় মানবতাবোধ থেকে আমার চাচাত ভাই প্রবাসী বাবুল খন্দকারের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছি। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তবে অসহায় মানুষেরা উপকৃত হবেন।

আর পড়তে পারেন