শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সার্চ ইংলিশ গ্রুপে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে কুমিল্লা জেলার তরুণ-তরুণীরা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০১৯
news-image

 

সেলিম সজীবঃ
ইংরেজিতে দুর্বলতা কাটাতে কে না পছন্দ করেন? আর যদি সেটা হয় ফেসবুকের মাধ্যমে, তাহলে ফেসবুক ব্যবহারকারীদের জন্য শেখাটা আরো সহজ হয়। ‘সার্চ ইংলিশ’ নামের একটি ফেসবুক গ্রুপ সহজে ইংরেজি শেখার জন্য কাজ করে যাচ্ছে।

কুমিল্লায় সার্চ ইংলিশের ইভেন্ট আয়োজন করা হয় ৮ ও ৯ মার্চ দুই দিন টাউন হল ও নজরুল ইন্সটিটিউট এ। গ্রুপের অসংখ্য শিক্ষার্থী এই ইভেন্ট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ছিলেন সার্চ ইংলিশ সিও রাজিব আহমদে ও কন্টেন্ট রাইটার অনু সরকার।

২০১৬ সালরে জুন মাসে ‘র্সাচ ইংলিশ’ ফেসবুক গ্রুপটি প্রতিষ্ঠিত হয়। রাজিব আহমদে, নেয়ামত উল্যাহ মহান, আবুল খায়ের এবং এস. এম.মেহেদি হাসান মিলে এই গ্রুপটি প্রতিষ্ঠা করে। বর্তমানে এই গ্রুপে চার লাখের বেশি সদস্য রয়েছে। সবার জন্য উন্মুক্ত এই গ্রুপে যে কেউ যোগদান করে ইংরেজি ভাষা চর্চা করতে পারেন।

গ্রুপের পাশাপাশি সার্চ ইংলিশ ডট কম নামে একটি ওয়বেসাইটও চালু করেছে সার্চ ইংলিশ। গ্রুপের বিভিন্ন সদস্যদরে লেখা ইংরেজি আর্টিকেল এবং ইংরেজি পড়া, লেখা, বলা ও শোনার ক্ষেত্রে যাতে সদস্যরা দক্ষতা লাভ করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন কনটেন্ট এই ওয়বেসাইটে প্রকাশ করা হয়।

আর পড়তে পারেন