শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সারা দেশের ন্যায় কুমিল্লা কালেক্টরেটে ৩য় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি শুরু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২০, ২০২০
news-image

আশিকুর রহমান আশিকঃ

পদবি পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় কুমিল্লা কালেক্টরেটের ৩য় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কালেক্টরেট সহকারী সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি মো: আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি সুলতান মোঃ নাছির উদ্দিন,সহ-সভাপতি আব্দর রহিম ও এনামুল হক,সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান,সহ সা: সম্পাদক ইমাম উদ্দিন ও ইউসুফ মজুমদার, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক আমান উল্লাহসহ আরো অনেকে।

বক্তারা বলেন, গত ২০১১সালের ১৯ জুন প্রধানমন্ত্রী পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপে অনুমোদন দেয় তা আজও বাস্তবায়ন হয়নি। অবিলম্বে পদবি পরিবর্তন করে তাদের মর্যাদা বৃদ্ধি করা না হলে আরো ব্যাপক আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে অভিমত ব্যক্ত করেন ।

উল্লেখ্য, বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণির কর্মচারীরা তাদের পদ পদবি পরির্তন করে প্রশাসনিক কর্মকতা করার জন্য দাবি জানিয়ে আসছিল।

আর পড়তে পারেন