শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত গন্ধগোকুল উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০১৯
news-image

 

এক্সক্লুসিভ ডেস্ক  :

সাভারের রাজাশন হাই পয়েন্ট এলাকা থেকে বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত গন্ধগোকুল উদ্ধার করেছে ঢাকার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট।

২৩ এপ্রিল বিকেলে প্রাণীটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে সাভারের রাজাশন এলাকায় গন্ধগোকুলটি ঘুরতে দেখে স্থানীয়দের খবর দেন এক ব্যক্তি। তাদের সহযোগিতায় কয়েক ঘণ্টা চেষ্টার পর প্রাণীটিকে আটক করা হয়। পরে খবর দেওয়া হয় বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটকে।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক মিহির কুমার দো’র তত্ত্বাবধানে গন্ধগোকুলটিকে বুধবার (২৪ এপ্রিল) গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

আর পড়তে পারেন