শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“তোমরাই একদিন দেশ সেরা হবে” -সাইন্স ফেস্টিভ্যালে কুবি উপাচার্য

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৮
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি ঃ

কুমিল্লা ইউনিভার্সিটি সাইন্স ক্লাবের আয়োজনে প্রথম বারের মত ‘সাইন্স ফেস্টিভ্যাল-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী চলা এ অনুষ্ঠান শেষ হয়।

সকালে বেলুন উড়িয়ে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। পরে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান সম্পর্কিত প্রোজেক্টগুলো প্রদর্শন করেন উপাচার্যসহ অন্যান্য অতিথিরা।

দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সাইন্স ক্লাবের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। তার মধ্যে রয়েছে সাইন্স অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও আইডিয়া কন্টেস্ট। দিনব্যাপী এ আয়োজনে প্রায় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশী শিক্ষার্থী অংশগ্রহন করেন।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠে আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের আয়োজনে ফেস্টিভ্যাল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আলোচনা অনুষ্ঠানে শাখাওয়াত শাওন ও তাসমীমের উপস্থাপনায় এবং সংগঠনটির সভাপতি ওবায়দুল হক অবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, প্রকৌশল অনুুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদার, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশন প্লাজমা ফিজিক্স বিভাগের প্রধান ও বিশিষ্ট বিজ্ঞনী ড. মোঃ খাইরুল ইসলাম, সাইন্স ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,”আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ক্ষুদে বিজ্ঞানী খুজে বের করেছে। তোমরা যারা আজ এখানে বিজয়ী হয়েছ তারা একদিন দেশ সেরা হবে। একদিন বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানেও জয় লাভ করে এক সময় তোমরাই নোবেল জয়ী হবে। তোমাদের মধ্যে সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে।” তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে ভাবতে এবং দেশ নিয়ে ভাবতে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরণ করেন অতিথিরা। তার আগে সাইন্স ক্লাবের প্রথম প্রকাশনা ‘বিজ্ঞান কথন’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত ক্লাব, ফার্মেসি সোসাইটি, পরিসংখ্যান সোসাইটি, কেমিক্যাল সোসাইটি ও নেসক্যাফে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব বিজ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন সময়ে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন আয়োজন করে থাকে। এমনকি বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে বিজ্ঞানকে মজার মজার বিষয়গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করে৷ তারই ধারাবাহিকতায় এমন এক আয়োজন করতে পেরেছে বলে জানান আয়োজকরা।

আর পড়তে পারেন