শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা তিতাসে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লার তিতাস প্রেসক্লাব। শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন তিতাস প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে প্রেসক্লাব কার্যালয়ে কøাবের সভাপতি ও দৈনিক সমকালের তিতাস সংবাদদাতা মো. কবির হোসেন এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তিতাস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মো. হানিফ খান (নয়া দিগন্ত), নাজমুল করিম ফারুক (ইত্তেফাক), এম এ কাশেম ভূঁইয়া (বিজয় টিভি-সংবাদ), মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর (খবর), মো. মহসিন (ভোরের ডাক)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. জাকির হোসেন হাজারী (ভোরের কাগজ/আজকের কুমিল্লা), মো. শরীফ আহমেদ সুমন (আমাদের সময়), এসএ ডিউক ভূঁইয়া (বাংলাদেশের খবর), মো. সজিব হোসেন (ডেসটিনি), মো. জুয়েল রানা (দিনপ্রতিদিন), মো. তাইজুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), মো. তোফাজ্জল হোসেন শাকিল (যায়যায় দিন), মো. রকিবুল ইসলাম রিপন (ভোরের পাতা), বিল্লাল হোসেন মোল্লা (সুচনা টিভি), মো. নজরুল ইসলাম (জাতীয় অর্থনীতি), মো. তৌফিকুল ইসলাম (বাংলাদেশের খবর) ও এখলাছ মুন্সি (ফ্রী ল্যান্স) প্রমূখ।

উল্লেখ্য, গত ২৮আগষ্ট আনন্দ টিভি’র পাবনা জেলার প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা আক্তার নদীকে নিজ বাসার সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। সভায় উপস্থিত সাংবাদিকরা এ হত্যার তীব্র নিন্দা জানান।

আর পড়তে পারেন