শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিককে প্রক্টরের হুমকির প্রতিবাদে কুবিসাসের কর্মসূচি ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১২, ২০১৭
news-image

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিক নেতাকে প্রক্টরের ‘থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়া’র হুমকির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শনিবার সংগঠনের সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক মো: মতিউর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে বিষয়টি জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সকালের খবরের প্রতিবেদক ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান সংবাদের জন্য মন্তব্য জানতে মুঠোফোনে প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিনের সাথে কথা বলেন। এ সময় তিনি ঐ সাংবাদিককে ‘থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার’ হুমকি ও ‘বেয়াদব’ বলে লাঞ্ছিত করেন। এর প্রেক্ষিতে শনিবার সাংবাদিক সমিতির ২০তম জরুরী সাধারণ সভা’র সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসের মূল ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করবে সমিতিটি। ‘বিচার পাই না, তাই বিচার চাই না’ শ্লোগানকে নিয়ে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেবেন সংবাদ কর্মীরা।
সাংবাদিক নেতাদের দাবি, এর আগে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা লাঞ্ছনার শিকার হলে বিচারের দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন দৃশ্যমান বিচার করেনি। উপরন্তু ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছেন।
প্রক্টরের এ ন্যাক্কারজনক কর্মকা-ের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাব।

আর পড়তে পারেন