শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সরাইল প্রেসক্লাবের আয়োজনে ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২১, ২০২০
news-image

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

অন্যান্য বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের আয়োজনে ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা আন্দোলন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৪৭ সালের ২১ ডিসেম্বর সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাষা আন্দোলনের ডাক দেয়। এই দিবসটিকে মানুষের কাছে তুলে ধরতে সরাইল প্রেসক্লাবের সদস্যরা এক আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোঃ মোতাসিম বিল্লাহ, সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মেজবাহ উদ্দিন ঠাকুর, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেব নাথ, আবৃত্তি সমম্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, সরাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ প্রমুখ, আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সম্পাদক মাহবুব খান বাবুল।

এসময় বক্তারা বলেন, ১৯৪৭ সালে তমুজউদ্দিন মজলিস ও মুসলিম ছাত্রলীগের যুক্ত কমিটির আহবানে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৯৪৭ সালের ২১ ডিসেম্বর সরাইলের তৎকালীন প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা রাষ্ট্র ভাষাকে বাংলা করার দাবি করেন। ১৯৪৮ সালের ৫ জানুয়ারি ভারতের আনন্দবাজার পত্রিকা খবরটি প্রকাশ করে।

আজ ৭৩ বছর পরেও আমরা অনেকেই বিষয়টি জানিনা। নতুন প্রজন্মকে বিষয়টি জানানোর জন্য সরাইল প্রেসক্লাব বিগত বছর ধরে দিবসটি পালন করে আসছে। এমন একটা মহৎ কাজের জন্য সরাইল প্রেসক্লাবের সকলকে ধন্যবাদ জানান।

আর পড়তে পারেন