শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি: এলজিআরডি মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৬, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। যেকোনভাবে দুর্নীতি দমন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রান্তিক লেভেলে গিয়ে দুর্নীতির খবর নেয়া হবে।

আজ বুধবার তিনি বলেন, সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সামনের সময়টাকে মন্ত্রণালয়ের সবার ঠিকভাবে কাজে লাগাতে হবে। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নিয়ে আগামী ২৭ তারিখের পর জলাবদ্ধতা নিরসনের বিষয়ে আলোচনা করতে বসবেন তিনি। কেউ দলীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে কোনো সুবিধা নিতে পারবে না বলেও মন্ত্রী সাংবাদিকদের কথা দেন।

আর পড়তে পারেন