শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সমগ্র পাকিস্তান আমাদের শত্রু নয়: ইমরান

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৩, ২০১৬

ঢাকা: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ‘সমগ্র পাকিস্তান আমাদের শত্রু নয়। বরং ওই দেশে যারা মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে লড়াই করছেন, মানবতার পক্ষে আন্দোলন করছেন তারাও আমাদের বন্ধু।’ সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাউথ এশিয়ান পিপলস ফোরাম আয়োজিত দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

0,,18788861_304,00
তিনি বলেন, মানবাতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আন্দোলনের করতে গিয়ে দেখেছি- পাকিস্তানের রাষ্ট্রীয় গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ প্রসঙ্গে অনেকেই ভেবেছেন, আমরা হয়তো পাকিস্তান রাষ্ট্র বা সামগ্রিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে। বিষয়টি তেমন নয়। ‘২০১৩ সালে আমরা যখন আন্দোলন শুরু করি, তখন পাকিস্তানের কিছু ব্যান্ড দল, গানের দল, সাংস্কৃতিক কর্মী আমাদের আন্দোলনকে সমর্থন করেছে। কেউ গান গেয়েছে, কেউ কবিতা লিখেছে। কোনো কোনো লেখকও তার লেখনী দিয়ে আমাদের সমর্থন করে গেছেন।’

ইমরান বলেন, পাকিস্তানে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তারা শুধু বাংলাদেশের মানুষের শত্রু নয়, পাকিস্তানেরও শত্রু।’ সাউথ এশিয়ান পিপলস ফোরামের আহ্বায়ক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন-সংসদ সদস্য শিরিন আখতার, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উত্থাপন করেন এম মাসুদ হোসেন খান।আস

আর পড়তে পারেন