শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সমকামী সন্তানদের পাশে অভিভাবকদের থাকার পরামর্শ দিলেন পোপ ফ্রান্সিস

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৮, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

পোপ ফ্রান্সিস বলেছেন, ‘সন্তান সমকামী জানতে পারলে চুপ করে থাকবেন না। নিন্দাও করবেন না। সন্তানের সঙ্গে কথা বলুন। এজন্য কিছুটা হলেও সন্তানকে স্বাধীনতা দিন।’

২৬ আগস্ট, রবিবার আয়ারল্যান্ডের একটি সমাবেশে ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু, ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিস এ সব কথা বলেন।

সমাবেশে পোপ বলেন, ‘সন্তানের সমকামিতার খবর অভিভাবকরা জানতে পারলে, অভিভাবকদের সন্তানের পাশেই থাকা উচিত।’ এ সময় শিশুকালে সন্তানের সমকামিতার কথা জানতে পারলে মনোবিদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন পোপ।

পোপ বলেন, ‘যদি সন্তান প্রাপ্তবয়স্ক হন তাহলে তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন।’

সমাবেশে পোপ আরও মন্তব্য করেন, প্রাপ্তবয়স্ক কারও সমকামিতার কথা প্রকাশ পেলে তাকে পরিবার থেকে দূরে সরিয়ে রাখা ঠিক নয়।

আর পড়তে পারেন