শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ত্রাসী হামলার ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জন করে কুবি শিক্ষার্থীদের অবস্থান

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৪, ২০১৮
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়েশিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের বাসে হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিচারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান করছে শিক্ষার্থীরা। এ সময় তারা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং অনুষদগুলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে বৈঠকে বসেন।

এর আগে গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাসে হামলা চালিয়ে ভাংচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রায় ২০ জন আহত হন। পরে শিক্ষার্থীরা রাত ১০ টা থেকে প্রায় ২ ঘন্টারও বেশী সময় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আজ(সোমবার) সিদ্ধান্ত দিবেন এমন আশ্বাস দিলে তারা অবস্থান প্রত্যাহার করে নেয়।

আর পড়তে পারেন