শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে তিন প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৪, ২০১৯
news-image

মাছুম কামাল:

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যালয়ের উ‌দ্যো‌গে সদর দক্ষিণের সোয়াগঞ্জ বাজারে এক তদার‌কিমূলক অ‌ভিযা‌ন পরিচালিত হয় এবং তিনটি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময়, অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে হো‌টেল কানন লেকস রি‌সোর্ট‌কে ২০ হাজার  টাকা, অস্বাস্থ্যকর ও নোংরা প‌রি‌বে‌শে খাবার প্রস্তু‌তের অ‌ভি‌যো‌গে ভোজন বিলাস‌কে ১০ হাজার টাকা ও অননু‌মো‌দিত বি‌দেশী পণ্য বিক্র‌য়ের অ‌ভি‌যো‌গে ফোর ম্যান ষ্টোর‌কে ৪ হাজার টাকাসহ আজ মোট ৩ প্র‌তিষ্ঠান‌কে প্রশাস‌নিক ব্যবস্থায় ৩৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ্য প‌রিদর্শক শাহাদাৎ হো‌সেন ও এএসআই রা‌জিবু‌লের নেতৃ‌ত্বে সদর দক্ষিণ ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

আর পড়তে পারেন