শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন ইউএনও

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৬, ২০২০
news-image

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে ১০ দিন ব্যাপী অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন

এ উপলক্ষে (৬ অক্টোবর) মঙ্গলবার দুপুর ১২ টায় গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে পরিষদ কমপ্লেক্সে ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে সদর দক্ষিণ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও ইউনিয়ন দলনেতা মনির হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, উপজেলা আনসার ভিডিপি দলনেত্রী ফাতেমা বেগম প্রমুখ। উক্ত মৌলিক প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন।

এতে ১০ ব্যাপী প্রশিক্ষণে ক্লাস নিবেন, সদর দক্ষিণ অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

আর পড়তে পারেন