বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সত্যি কি প্রাণী রয়েছে ভিনগ্রহী, জানা যাবে মার্চে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০১৬

grohoবিশ্বের নানা প্রান্তে একেক সময় রহস্যময় ‘আকাশযান’ দেখতে পাওয়ার খবর মিলেছে৷ অত্যুৎসাহীদের দাবি, পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহে যে প্রাণীরা রয়েছে, তার অকাট্য প্রমাণ রয়েছে৷ কারও কাছে ক্যামেরাবন্দী রয়েছে ছবি, কেউ আবার নিজেই ভিনগ্রহীদের দেখেছেন বলে জানিয়েছেন৷
কিন্তু এবার চক্ষু-কর্ণের বিবাদ থামার মাহেন্দ্রক্ষণ এসে গিয়েছে৷ ব্রিটিশ সরকার ঘোষণা করেছে, এবছরের মার্চ মাসে ভিনগ্রহীদের নিয়ে ১৮টি অত্যন্ত গোপনীয় ফাইল প্রকাশ করা হবে৷ যদিও এইসব ফাইলে সংবেদনশীল তথ্য থাকায় সবগুলি সাধারণ মানুষের নাগালে রাখা হবে না৷ ব্রিটিশ সরকার স্বীকার করেছে, অন্তত ৩০ বছর ধরে তারা ইউএফও নিয়ে গবেষণা চালিয়ে এসেছে৷ সেই গবেষণার ফল প্রকাশিত হবে আসন্ন মার্চ মাসে! ততদিন পর্যন্ত নাহয় সঙ্গী থাকুক সায়েন্স ফিকশন৷

সূত্র: সংবাদ প্রতিদিন

আর পড়তে পারেন