শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সত্তর দশকের কুমিল্লার সাবেক ফুটবলার অনুপম রায় নন্দি শিবু আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
সত্তর দশকের কুমিল্লা জেলা ফুটবল দলের সাবেক নন্দিত ফুটবলার অনুপম রায় নন্দি ওরফে শিবু আর নেই।

রবিবার (১৯ মে) দুপুর ১২ টার দিকে নগরীর মোঘলটুলির চৌধুরী পাড়ায় ইন্ডাস্ট্রিয়াল প্রেসের উল্টো দিকে পৈত্রিক নিবাসে তিনি পরলোক গমন করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন। বিকেল পাঁচটায় ঠাকুর পাড়া মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার একমাত্র পুত্রসন্তান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এম কম পড়ছে, পরিবারে আরো রয়েছেন স্ত্রী শিখা রায়।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও লেখক বদরুল হুদা জেনু জানান, ফুটবল মাঠে তার পায়ের অনুপম শৈলী এখন আমার চোখে তাঁজা স্মৃতি।দৈহিক উচ্চতায় কিছুটা খাটো, কিন্তু ফুটবল পায়ে কত সুনিয়ন্ত্রিত তীব্র বেগে প্রতিপক্ষের রক্ষন ভাগকে তচনছ করে দিতে পারতেন, যারা তার খেলা দেখেছেন তারাই আমার কথার সাথে সহমত হবেন।১৯৭৪ সালের প্রথম সোহরাওয়ার্দি কাপ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দলের সদস্য ছিলেন অনুপম রায় নন্দি শিবু।

আর পড়তে পারেন