শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সকলের সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই কুমিল্লাকে তামাক মুক্ত করা হবে- এমপি বাহার

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০১৯
news-image

 

 

স্টাফ রিপোর্টার:

ভ্যাট বাড়িয়ে তামাক বন্ধ করা যাবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তামাক বন্ধ করা সম্ভব।প্রতিপাদ্য বিষয়ে গনসচেতনতা সৃষ্টি করতে হবে, আইনী প্রয়োগ করতে হবে।

 

কুমিল্লাকে ইভটিজিং মুক্ত করেছি কুমিল্লাকে তামাক মুক্তও করবো। স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে তামাকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রশাসনকে সাথে নিয়ে কাজ করব। গনসচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লার সকল জনগণকে তামাক বিরোধী এই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান।

 

তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে বিভিন্ন সভা সেমিনার করতে হবে। কুমিল্লা এগুলে দেশ এগুবে, এটা আমার শ্লোগান নয় বিশ্বাস।

 

সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এবং দর্পণের যৌথ উদ্যোগে, সিটিএফকে’র আর্থিক সহযোগিতায় “তামাকে মৃত্যু হয়, তামাক খাতে শেয়ার নয়” এই শ্লোগানকে সামনে রেখে দর্পণের অপরাজিতা সম্মেলন কক্ষে এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।

আর পড়তে পারেন