শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সংসদ সদস্য সেলিমা আহমাদ তার নিজস্ব অর্থায়নে শীতার্ত প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০২০
news-image

মোঃ আতিক হোমনাঃ

কুমিল্লা-২ ( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নিজস্ব অর্থায়নে শীতার্ত প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শনিবার সকাল ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমী মাঠে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হোমনায় ২২ জন শিতার্ত প্রতিবন্ধির মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, মুক্তিযোদ্ধা এরশাদ হোসেন মাষ্টার,গোলাম রাব্বনি,হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আবদুস সালাম ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানা গেছে, সারাদেশের শীতের প্রকোপ বেড়ে চলছে। এতে করে প্রতিবন্ধিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। তাই সংসদ সদস্য সেলিমা আহমাদ তার নিজস্ব অর্থায়নে শীতার্ত প্রতিবন্ধিদের মাঝে এ কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
প্রতিবন্ধিরা শীতের কম্বল পেয়ে মহা খুশি।

সেলিমা আহমাদ মেরী বলেন, যাদের শীতের কাপড় নেই তারা শীতে অনেক কষ্ট করে। শীতার্ত প্রতিবন্ধি ব্যাক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে তাদের পাশে দাড়াতে পেরে আমার খুব ভাল লাগছে।

আর পড়তে পারেন