শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সংসদের ১৩তম অধিবেশন বসছে রবিবার

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৬

দশম জাতীয় সংসদের আরও একটি অধিবেশন বসতে যাচ্ছে।  আগামীকাল বিকাল ৪টায় দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন বসবে।

শুরুর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।

গত ১৪ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৩তম অধিবেশন আহ্বান করেন। চলতি বছরের শেষ এবং ৫ম অধিবেশন এটি। গত ০৬ অক্টোবর শেষ হয় ১২তম অ‌ধি‌বেশন। সাংবিধানিক বিধি অনুসারে এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। সেই বাধ্যবাধকতায় বসছে এবারের অ‌ধি‌বেশন। এবারের অধিবেশনে বেশ কিছু বিল পাস হতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন এক সপ্তাহ চলতে পারে। এরপর জানুয়ারিতে শুরু হবে শীতকালীন ১৪তম অধিবেশন। ওই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। যে ভাষণে সরকারের বিগত বছরের কর্মকাণ্ড এবং আগামী বছরের দিক-নির্দেশনা থাকে।

আর পড়তে পারেন