বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নারী এমপি রুমিন ফারহানা

আজকের কুমিল্লা ডট কম :
মে ২০, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

সোমবার (২০ মে) দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনে রুমিন ফারহানা মনোনয়নপত্র জমা দিতে গেছেন বলে জানা গেছে।

ব্যারিস্টার রুমিন ফারহানা দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

একাদশ জাতীয় সংসদে যোগ দেয়ায় নিয়মানুযায়ী একজন নারী সংসদ সদস্য পাবে বিএনপি। বিএনপির একটি নারী আসনের জন্য বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন অঅহমদ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোয়নয়পত্র বাছাই হবে ২১ মে। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে এবং ভোট ১৬ জুন হওয়ার কথা রয়েছে।

আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানা টিভি টক শো সহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন। বিএনপি নেতাকর্মীরা মনে করেন, দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারেন রুমিন ফারহানা।

আর পড়তে পারেন