শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্বাসরুদ্ধকর লড়াই করেও জিততে পারেনি ভারত নারী দল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্ক:
ভারতের গুহাটি বারসারা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই করেও জিততে পারেনি ভারত নারী দল। তিন ম্যাচে সবগুলোতে হেরে হোয়াইওয়াশের লজ্জায় পড়তে হয় ভারতের নারী দলকে।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দলের অধিনায়ক হেদার নাইট। শুরুটা ভালো দিয়েই শুরু করেছিলো ইংল্যান্ড। উদ্ভোধনী ব্যাটসম্যান ডেনিয়েল ওয়েট ও টেমি বিউমন্ট ৫১ রানের জুটি গড়েন। ওয়েট ব্যাক্তিগত ২৪ (২২) রানে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে নামা স্কাইবার দলে কোনো রান দিয়েই শূন্য রানে আউট হয়ে যান। দলীয় ৫৪ রানে বিউমন্টকে হারিয়ে বিপর্যয়ে পরে যায় ইংল্যান্ড দল। অ্যালেক্স জোনসের ২৬ (২৪) রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংলিশ দল ১১৯ রান সংগ্রহ করে।

ভারতের হয়ে আনুজা পাটিল ও হারলিন দেওল দু’টি করে এবং একতা বিস্ট ও পূনম যাদব একটি করে উইকেট নেন।

১২০ রানের টার্গেটে হোয়াইওয়াশের লজ্জা এড়াতে লড়াই করেও জিততে পারেনি ভারতের নারী দলটি। দলীয় ৮৭ রানে অধিনায়ক স্মৃতি মান্ধানা ৫৮ করে দলকে জয়ের দিকে নিয়ে গেলেও মার্শের বলে বোল্ট হয়ে যাওয়ার পর দল ব্যাকপুটে চলে যায়। ৩৯ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি।

দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান একপাশ আগলে রেখে দলকে জয়ের আশা জাগিয়ে ছিলেন। কিন্তু অন্যপ্রান্তে সতীর্থদের আশা যাওয়ায় কক্সিক্ষত জয়টি তুলে নিতে পারেনি স্বাগতিকরা। ৬ উইকেট হারিয়ে ১১৮ রানে থেমে যায় ভারতের ইনিংস।

শেষ ওভারে ভারতের যখন তিন রান দরকার, তখন প্রথম তিন বল ডট দিয়ে পরের দুই বলে পর পর উইকেট নিয়ে হ্যাট্রিকের সুযোগ তৈরি করেছিলেন ক্যাট ক্রস। কিন্তু শেষ বলে হ্যাট্রিক হলোনা তার। এক রান দেন। ফলে এক রানে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এর আগে দুই ম্যাচ খেলে দুইটিতেই হারে স্বাগতিকরা।

৩-০ তে হোয়াইটওয়াশ হয় স্বাগতিক নারী দল।

আর পড়তে পারেন