শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শোক দিবসে ডিজিটাল ফেষ্টুনের ভিড়ে কোমলমতী শিশুদের কাগজে লেখা ব্যানার কি কারো দৃষ্টিতে পরে?

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৭, ২০১৭
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

১৫ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২ তম শোক দিবস সারাদেশব্যাপী সরকারী বেসরকারি প্রতিষ্ঠান আওয়ামীলীগ ও অংগ সংগঠন ব্যাপক ভাবে পালন করতে দেখা গেছে। ডিজিটাল ব্যানার, ফেষ্টুন, নেতাদের সাদা – কালো কোর্ট পাঞ্জাবী পরিহিত মঞ্চে অবস্থান, কাঙালি ভোজে খিচুড়ি বিতরণসহ নানা কর্মসূচীতে যখন সাজসাজ রব মানুষের দৃষ্টি তখন সে দিকেই, কাগজে লেখা ব্যানার নিয়ে কোমলমতী শিশুরা সারিবদ্ধ ভাবে ব্যানার নিয়ে সরকারের নির্দেশনা  অনুযায়ী একটি সাদামাটা বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে, সে দিকে কি কারো দৃষ্টি পরে? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেয়া ছবিটির ক্যাপশনে লেখা কুমিল্লার মেঘনা উপজেলার মুগার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রা শোক দিবসে শোকাভিভূত হয়ে এ র‌্যালিটি করে।

আর পড়তে পারেন