শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শোকাবহ আগষ্টে কুমিল্লায় ১ লক্ষ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী বিষয়ে সংবাদ সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৪, ২০১৮
news-image

 

শাহ ইমরানঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা জেলায় ১ লক্ষ ২৩ হাজার ১২৮ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় সর্ম্পকে মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ আগষ্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আসাদুজ্জামান, জেলা বিএমএর সভাপতি ডাঃ আবদুল বাকী আনিস, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবির, জাগ্রত মানবিকতার সভাপতি তাহসিন বাহার সুচনা প্রমুখ।

উল্লেখ্য যে, কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলার ১৭ উপজেলা ও সিটি কর্পোরেশনে ১৩ আগষ্ট পর্যন্ত ১ লক্ষ ২৩ হাজার ১২৮ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ কার্যক্রমে সহযোগিতা করেন বিএমএ, স্বাচিপ, সিটি কর্পোরেশন, সকল উপজেলা পরিষদ, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডায়াবেটিক এসোসিয়েশন, বিএমটিএ, জাগ্রত মানবিকতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠন ও ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়া।

জানা যায়, কুমিল্লা সদরে ৪ হাজার ৩৫৬ জন, লাকসামে ৫ হাজার ২২০ জন, দেবিদ্বারে সাড়ে ৭ হাজার, মুরাদনগরে ১৩ হাজার ৭৮১ জন, দাউদকান্দিতে ৮ হাজার ৭২৭ জন, চৌদ্দগ্রামে ১০ হাজার ১৩২ জন, ব্রাহ্মণপাড়ায় ৬ হাজার ১৩৭ জন, বরুড়ায় ৪ হাজার ৮০৮ জন, বুড়িচংয়ে ৪ হাজার ৬০৮ জন, চান্দিনায় ১০ হাজার ৩৪৮ জন, হোমনায় ৪ হাজার ৮২০ জন, নাঙ্গলকোটে ৯ হাজার ৩১৬ জন, মেঘনায় ৪ হাজার ৬৯৭ জন, মনোহরগঞ্জে ৪ হাজার ৩২০ জন, তিতাসে ৩ হাজার ১৫১ জন, সদর দক্ষিণে ৫ হাজার ৫০৬ জন, লালমাইয়ে ৩ হাজার ৬৭ জন ও সিটি কর্পোরেশনে ১২ হাজার ৬৩৪ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আর পড়তে পারেন