শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ ১৬-তে যেতে যা করতে হবে জার্মানিকে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৭, ২০১৮
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

আজ কি অপেক্ষা  করছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির জন্য।  বাদ পড়বেন নাকি শেষ ষোলতে যাবেন। এর জন্য কিছু সমীকরণ মেলাতে হবে।

দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণ –

মেক্সিকো: সুইডেনের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন।

সুইডেন: মেক্সিকোকে হারালে আর জার্মানি জিততে না পারলে তারাই যাবে শেষ ষোলোতে।

জার্মানি: সুইডেনের ঠিক উল্টো। দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে এবং মেক্সিকো যেন কোনোভাবে সুইডেনের কাছে না হারে, সে আশা করবে।

জার্মানি ও সুইডেন দুই দলই যদি ড্র করে, তাহলে যার গোল বেশি সে যাবে। আর সেখানেও যদি তফাত করা না যায়, তবে হেড টু হেডে এগিয়ে থাকার জন্য জার্মানি চলে যাবে দ্বিতীয় পর্বে।

দক্ষিণ কোরিয়া: অবশ্যই জার্মানিকে হারাতে হবে এবং আশা করবে সুইডেন মেক্সিকোর কাছে হেরে যাবে। সেই সঙ্গে গোল ব্যবধানে সুইডেন ও মেক্সিকোর চেয়ে এগিয়ে থাকতে হবে।

আর পড়তে পারেন