শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ হলো বাইউস্টের দক্ষতা উন্নয়ন কর্মসূচি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০২০
news-image

সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), এর ব্যবসায় শিক্ষা বিভাগের আয়োজনে শেষ হলো পাঁচদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মসূচী।

ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির জন্য এ কর্মসূচী গ্রহণ করা হয়।

পাঁচ দিনের কর্মসূচীতে বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, হিসাব শাখা ও রেজিস্ট্রার শাখার কর্মকর্তারা বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন। কর্মসূচীতে অফিস সরঞ্জামাদির কার্যকর ব্যবহার, একাউন্টিং সফটওয়ার-ট্যালি ও ডাটা এনালাইসিস সফটওয়ার-এসপিএসএস ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ ও প্রদান করা হয়।

উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন এনডিসি, পিএসসি (অব:) এবং রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়ুয়া, পিএসসি (অব:) পৃথক দুইটি অধিবেশন পরিচালনা করেন। কর্মসূচী শেষে বাইউস্ট উপাচার্য অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

আর পড়তে পারেন