শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ ঠিকানা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার ঃ
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর.. ..রে মন আমার.. ..কেন বান্ধ দালান ঘর…
শিল্পী লতিফ সরকারের এই গানটি আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া আমাদের আসল ঠিকানা না। আমরা অল্প কয়েকদিন থাকার জন্য কত বড় বড় দালানকোঠা অট্র্যলিকা তৈরী করি অথচ যেখানে মাটিতে আমরা চিরদিন থাকব, যে জায়গাটি আমরা সংরক্ষন করি না, একটা ঝোপঝাড় বানিয়ে রাখি আবার অনেকের সামর্থ্য থাকলেও পারিবারিকভাবে কোন কবরস্থান তৈরী করি না। থাকেনা আমাদের পূর্ব পুরুষদের কোন স্থায়ী স্মৃতি চিহ্ন। পূর্ব পুরুষ থেকে পর্যায়ক্রমে যদি সবার ধারাবাহিকতা থাকে তাহলে আমাদের মনে একটা চিন্তাশক্তি সব সময় কাজ করবে যে আমাদেরও তাদের মত এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে। আমাদের “একদিন মা-টি-র ভিতরে হবে ঘর” এ কথাটি সবাই চিন্তা না করলেও অনেকেই চিন্তা করেন তার মধ্যে একটি পরিবার কুমিল্লার বুড়িচং ইছাপুরার ভূইয়া পরিবার। কুমিল্লা-বুড়িচং সড়কের পাশে অত্যান্ত সুন্দর ও মনোরোম পরিবেশে প্রধান রাস্তার পাশে চারদিকে দেয়াল ঘেরা ৪০ শতক জমি নিয়ে এই কবরস্থানটি। ভূইয়া পরিবারের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ভূইয়াসহ পরিবারের অন্যান্যদের সহযোগিতায় বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী আবু মুসা ভূূইয়া অত্যান্ত সুন্দর ও মনোরম নৈর্সগিক পরিবেশে বেষ্ঠিত এ পারিবারিক কবরস্থানটি করেন। যে কবরস্থানটির পাশে রয়েছে পুকুর, চারদিকে দেওয়াল বিতরে শাখা প্রশাখা পাকা রাস্তা, প্রতিটি কবরের সাথে মৃত ব্যাক্তির নাম তারিখসহ বিবরন। এ কবরস্থানটিতে রয়েছে অত্যান্ত দূলর্ভ ও মূল্যবান বৃক্ষের সমারোহ। বিভিন্ন প্রজাতির ফুল গাছের ফুল কবরস্থানটিকে করেছে আরো মনোমগ্ধকর। ১৯১০ সালে এ কবরস্থানটিতে ১ম দাফন করা হয় মরহুম সুলতান ভূইয়াকে তারপর ধারাবাহিকতায় মরহুম জিন্নত আলী ভূইয়া, মরহুম করিম বক্স ভূইয়া, মরহুম আলী আকবর ভূইয়া, মরহুম ফাজিল ভূইয়া, মরহুম আমীর আলী ভূইয়া, মরহুম আলী আশরাফ ভূইয়া, মরহুম ফজলুল করিম ভূইয়া, মরহুম আঃ হানিফ ভূইয়া ও সর্বশেষ দাফন করা হয় ২০০৯ সালে আছিয়া চৌধুরীকে। এ ব্যাপারে প্রকৌশলী আবু মুসা ভূূইয়া জানান, বাড়িঘর এগুলো হল অস্থায়ী আর আমাদের স্থায়ী ঠিকানা হল কবরস্থান, তাই আমি ও আমাদের পরিবার চিন্তা করলাম পারিবারিক কবরস্থানটি হেফাজত করা দরকার তাই সকলের সহযোগিতায় এ কবরস্থানটিকে একটি মডেল করে তৈরী করেছি যাতে সারা দেশের মানুষ তাদের কবরস্থানটিকে সংরক্ষন করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সুন্দর করে তাদের কবরস্থানটিকে গড়ে তুলতে উৎসায়িত হয় অনুপ্রানিত হয়।

আর পড়তে পারেন