শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশগ্রহণ করলেন কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৬, ২০২১
news-image

স্টাফ রিপোর্টারঃ

ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২৫০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নেন।

সকাল সোয়া নয়টায় কলেজ ক্যাম্পাসে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ৪৪ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল আকবর খান পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোন্তাছির মামুন ও কলেজের শিক্ষকবৃন্দ। ২৪ মিনিটে কলেজ ফটক থেকে দক্ষিণ দিকে বাংলাবাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে গত ১০ জানুয়ারি থেকে শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। চলবে আজ ৭ মার্চ পর্যন্ত। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ৭ মার্চ ঐতিহাসিক সেই ভাষণের দিন। এরই মধ্যে ইস্পাহানী কলেজ ওই আয়োজন করেছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এই আয়োজন করেছি।

আর পড়তে পারেন