বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শুধু ঐক্যে রাজি নই, সামনের কাতারে থাকব : নজরুল

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন, বৃহত্তর জাতীয় ঐক্যের আন্দোলনে বিএনপি সামনের কাতারে থাকবে।

বিএনপি নেতা বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, আমরা শুধু বৃহত্তর ঐক্যে রাজি নই। বৃহত্তর ঐক্যের আন্দোলনে আমরা সামনের কাতারে থাকব। রাজপথে সব আন্দোলনে অংশ নেব।’

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া ২০১৬ সালে বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন। তিনি যে পয়েন্টগুলো দিয়েছিলেন, এখন দেখছি আমাদের বাম রাজনৈতিক দলগুলো, যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়াও সেই একই দাবি করেছে।’

‘খালেদা জিয়া দাবি করেছিলেন, এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সংসদ বাতিল করতে হবে, ইভিএম করা যাবে না, নির্বাচনের আগে ও পরে সেনা মোতায়েন করতে হবে। এখন এই একই দাবিগুলো বৃহত্তর ঐক্যের যাঁরা ডাক দিয়েছেন, তাঁরাও বলেছেন। আর যাঁদের সঙ্গে আমাদের দাবি এক, তাঁদের সঙ্গে মিলে লড়াই আমরা অবশ্যই করতে পারব।’

এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘ওবায়দুল কাদের হতাশ হয়েছেন। কারণ, তাঁরা চিন্তাও করতে পারেননি এত অল্প সময়ের মিটিংয়ে এত মানুষ হবে। আর সে জন্য তাঁদের হতাশ হওয়ারই কথা। তাঁদের হতাশার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

সাবেক এই রাষ্ট্রদূত বলেন, সাত দিন ধরে আওয়ামী লীগ সমাবেশের প্রস্তুতি নেয়। বিশাল সাইজের প্যান্ডেল করে। ওপরে ত্রিপল, নিচে কার্পেট, সামনে সোফা, পেছনে চেয়ার। স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদের ইমাম, সরকারি কর্মচারীদের নিয়ে আসেন। এত কিছু করার পর যেই মানুষ হয়, আর আমাদের মাত্র ২৪ ঘণ্টার নোটিশে যে সংখ্যক মানুষ হয়, তা দেখে হতাশ হওয়াই স্বাভাবিক।’

সম্মিলিত ছাত্র ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপ‌তি‌ত্বে সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠ‌নিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

আর পড়তে পারেন