শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শীর্ষ বেতনভোগী ফুটবলার মেসি,দুইয়ে রোনালদো , তিনে নেইমার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৮, ২০২০
news-image

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারদের মধ্যে শীর্ষেই আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের আয়ের অঙ্কটা তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর প্রায় দ্বিগুণ। তালিকার তিনে আছেন নেইমার জুনিয়র।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী প্রতি মাসে বার্সা থেকে মেসির আয় প্রায় ৮.৩ মিলিয়ন ইউরো। অন্যদিকে জুভেন্টাসে রোনালদোর মাসিক আয় ৪.৫ মিলিয়ন ইউরো।

সর্বোচ্চ আয়ের তালিকায় মেসি, রোনালদোর পরেই আছেন নেইমার জুনিয়র। এই পিএসজি ফরোয়ার্ডের মাসিক আয় ৩ মিলিয়ন ইউরো। এরপর ৩ মিলিয়নের চেয়ে কিছু কম আয় নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে আঁতোয়া গ্রিজম্যান ও লুইস সুয়ারেস।

তালিকায় যুগ্মভাবে ষষ্ঠ স্থানে আছেন দুই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল ও ইডেন হ্যাজার্ড। রিয়াল থেকে দুজনেরই মাসিক আয় ২.৫ মিলিয়ন ইউরো।

শীর্ষ বেতনভোগী ফুটবলারদের তালিকা
মেসি: ৮.৩ মিলিয়ন ইউরো
রোনালদো: ৪.৫ মিলিয়ন ইউরো
নেইমার: ৩ মিলিয়ন ইউরো
গ্রিজম্যান: ৩ মিলিয়নের ইউরোর কাছাকাছি
লুইস সুয়ারেস: ৩ মিলিয়ন ইউরোর কাছাকাছি
বেল: ২.৫ মিলিয়ন ইউরো
হ্যাজার্ড: ২.৫ মিলিয়ন ইউরো
এমবাপ্পে: ১.৯ মিলিয়ন ইউরো

আর পড়তে পারেন