শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিশু নাবিলার হত্যাকারিদের বিচারের দাবিতে কুমিল্লা মানবাধিকার কমিশনের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মো: আবুল কালামের চার বছর বয়সী শিশু সন্তান নাবিলা আক্তারকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন নেতৃবৃন্দরা।

রবিবার (২৭ জানুয়ারী) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, কুমিল্লা মহানগর শাখার সভাপতি এ.এইচ.এম তারিকুল ইসলাম, বৃহত্তর কুমিল্লার আঞ্চলিক সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগাঠনিক সম্পাদক মাজহারুল হক, আর্ন্তজাতিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার, স্বাস্থ্য সম্পাদক কাজী জানে আলম, শাহরিয়ার হোসেন সানি, আরিফুর , সহ সাংগাঠনিক সম্পাদক আক্তার জাকির, রহমান, জেলা শাখার সহ সভাপতি গোলাম বায়েজিদ প্রমুখ।

আর পড়তে পারেন