শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিশুদের খালি পেটে ক্যাপসুল না খাওয়ানোর অনুরোধ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১০, ২০২০
news-image

 

নিজস্ব প্রতিবেদক ;

১১ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এলাকায় ৫৫ হাজার ১৯১ জন শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বিকালে কুসিক সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি মেয়র মনিরুল হক সাক্কু।

শিশুদের খালি পেটে ভিটামিন ক্যাপসুল খেতে কেন্দ্রে না আনতে তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ করেন। এতে তাদের শিশুদের গ্যাসের সমস্যা হতে পারে।

তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী নীল রঙের ভিটামিন খাওয়ানো হবে সাত হাজার ৮২৫ জন শিশুকে আর ১৫ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙ্রে ভিটামিন এ ক্যাপসুল। মোট ৫৫ হাজার ১৯১ জন শিশুকে এবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, ১১ জানুয়ারি সকাল ৮ টা থেকে এক যোগে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১টি অস্থায়ী ও ১৪৫টি স্থায়ী কেন্দ্রসহ মোট ১৫৬টি কেন্দ্রে ভিটামিন এ শিশুদের খাওয়ানো হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ূয়া, মেডিকেল অফিসার সৌমেন রায় প্রমুখ।

আর পড়তে পারেন