শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষা হচ্ছে আমাদের গড়ে উঠার প্রধান সোপান – অধ্যক্ষ ডা: জাহাঙ্গীর আলম

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বি-বাড়িয়া মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল, কুমিল্লার আয়োজনে ৮ম ব্যাচের নবীনবরণ তথা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার তাহেরা ম্যানশন, মেডিকেল কলেজ রোড, কুমিল্লায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নাবিল বিন আলম, ডাঃ মোঃ আরিফ বিল্লাহ, প্রতিষ্ঠানের অডিট অফিসার মোঃ রোকনুজ্জামান মোল্লা, মেডিকেয়ার জেনারেল হসপিতালের পরিচালক ও প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন- মোঃ জাকির হোসেন, মোঃ মেহেদী হাসান, একাডেমিক সেক্রেটারী রাজিয়া সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল-আমিন, হোস্টেল সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম বাবু, অফিস সহকারী মোঃ সেলিম রেজা ও সুমন।

নবাগত ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণকালে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষা হচ্ছে আমাদের গড়ে উঠার প্রধান সোপান। লক্ষ্যহীন পথে চলাচল করলে মানুষ হওয়া যাবে না এবং আমাদের নির্দিষ্ট লক্ষ্যের অভিমূখে এগিয়ে যেতে হবে। হাল ছাড়লে চলবে না। তাই তোমরা শিক্ষা ও জ্ঞান অর্জনে বি-বাড়িয়া ম্যাটস্’কে বেছে নিয়েছো এটা তোমাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তুলবে।

আর পড়তে পারেন