শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান ফাঁকি রোধে ধর্মসাগর পাড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষার্থীদের ফাঁকি রোধে  নগরীর ধর্মসাগর পাড়ে  ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে নগরীর  ধর্মসাগর পাড়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে এলাহীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক আবু ফজল মীর জানান, ইদানিং স্কুল-কলেজ পড়ুয়া ছেলে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে সময় কাটাচ্ছে। বিষয়টি জানার পর ধর্ম সাগর পার্কে অভিযান চালানোর জন্য ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়।

এই দিকে ধর্ম সাগর পাড় এ গত ১০ জুলাই মঙ্গলবার রাতে নগরীর ধর্মসাগর পাড় এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র অন্তু জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের হুমায়ুন কবির ভূঁইয়ার ছেলে। তিনি নগরীর অজিত গুহ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

আর পড়তে পারেন