বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কুবিতে শিক্ষকদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০১৭
news-image

শাহাদাত বিপ্লব, কুবি:
গত ১৪ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের হাতে এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (১২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের উপস্থাপনায় শিক্ষক নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তা ব্যক্তির হাতে শিক্ষক লাঞ্ছনা ও বিভিন্ন সময়ে শিক্ষকদের গালিগালাজের ঘটনা দুঃখ জনক। এ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের হাতের কোন শিক্ষকই নিরাপদ নয়। এছাড়াও ছাত্র হত্যার বিচার না হওয়া, শিক্ষক ডমটেরিতে হামলার রহস্য উদঘাটন না হওয়া, জাতির জনকের ভাস্কর্যকে বিকৃত এবং অপরিকল্পিতভাবে স্বল্প পরিসরে স্থাপনসহ বিভিন্ন সময়ে বিচারহীনতার নানা দৃষ্টান্ত ন্থাপন করা হচ্ছে বলে মানববন্ধনে শিক্ষকরা বলেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের, সহ সভাপতি শামীমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী রানা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: আইনুল হক, সাবেক সভাপতি এন এম রবিউল আউয়াল চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফের বিরুদ্ধে রসায়ন বিভাগের শিক্ষক আতিকুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ১৫ জুন রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষক।

আর পড়তে পারেন