শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষককে সম্মান জানালেন মাশরাফি বিন মর্তুজা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৯
news-image

 

এহসান ফারুকীঃ

মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ দলের সবচেয়ে ভালো অধিনায়ক।  তিনি একজন অধিনায়ক ও নয়, তিনি একজন যোদ্ধা, একজন সাহসী, অদম্য, এবং একজন সম্মানিত সংসদ সদস্য। কিন্তু, তবু ও তিনি একজন শিক্ষককে যথেষ্ট সম্মান এবং মর্যাদা দিয়েছে।

নড়াইলের বয়েজ স্কুল এ উপস্থিত ” মাশরাফি”। জাতীয় শোক দিবস উপলক্ষ এ তিনি উপস্থিত হন বয়েজ স্কুল এ। বয়েজ স্কুল এ বিশেষ একটি চেয়ার রয়েছে, সম্মানিত মানুষদের জন্য। সেই চেয়ারটিতে মাশরাফিকে বসতে বললে ও তিনি বসেন নি, তিনি আগে স্কুল শিক্ষককেই বসতে বললেন চেয়ারে, মাশরাফি বলেন স্যার, আপনি এই চেয়ারে বসেন। এরপর স্কুল শিক্ষক সেই চেয়ারে বসার পর অধিনায়ক মাশরাফি পাশে সাধারণ চেয়ারে আসন গ্রহন করেন।

এমন মাশরাফির জন্য সবাই দোয়া করার পাশাপাশি মন থেকে ও ভালোবাসতে বাধ্য।

আর পড়তে পারেন