শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তি মেহার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাবু সনজিত কুমার সরকার নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০১৮
news-image

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মেহার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাবু সনজিত কুমার সরকার প্রধান শিক্ষক হয়েছেন।

মেহার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ২২ জন আবেদন করেন । যার পরিপ্রেক্ষিতে ২৭ মে রবিবার লিখিত পরিক্ষায় ১১ জন অংশ গ্রহণ করেন, এদের মধ্যে বেশি নাম্বার পেয়ে বাবু সনজিত কুমার সরকার কৃতকার্য হয়েছেন।

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন, মেহার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন পাটওয়ারী (এম. এ), ডিজি প্রতিনিধি চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হোসেন, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আহসান উল্ল্যা চৌধুরী, মেহার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন আখন্দ, এস, এম, সি সদস্য মো: আলী হোসেন।

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আবদুল লতিফ, পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর বাবু প্রহল্লাদ দেসহ শিক্ষক, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
শাহরাস্তি মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে লিখিত পরীক্ষায় বাবু সনজিত কুমার সরকার নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান।

আর পড়তে পারেন