শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তি ওয়ারুক রহমানিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসার পাশের হার-৮৯.৭৪%

আজকের কুমিল্লা ডট কম :
মে ১২, ২০১৮
news-image

 

স্টাফ রিপোটার-

শাহরাস্তি উপজেলা ওয়ারুক রহমানিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসার ২০১৮ সালের দাখিল পরিক্ষায় ৩৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।এর মধ্যে ৩৫ শিক্ষার্থী পাশ করে। জিপিএ৫ পেয়েছে -২ জন,১৬ জন এ,
এ-১৩ জন. বি – ৪ জন। অকৃতকার্য ৪ জন।

মাদ্রাসার সুপার মাওলানা আ.হ.ম শামছুল হুদা বলেন অতীতের মতই আমাদের দাখিল
পরিক্ষার ফলাফল ভাল হয়েছে।

তবে আগামীতে শতভাগ ফলাফলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করানো হচ্ছে। ১৯৯৫ সালে মাদ্রাসাটি নানা প্রতিকুলতার মধ্য দিয়েই চলছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম মতিউর রহমানের অক্লান্ত পরিশ্রম মাধ্যমেই আজো আমরা এগিয়ে চলেছি।
২০১৮ কাল বৈশাখী ঝড়ে মাদ্রাসা খতিগ্রস্থ হয়। তবুও পাঠ দান বন্দ ছিলনা।

সরকারি সহযোগিতা পেলে আমরা ভাল ফলাফল করতে সক্ষম হব।কারন অবকাঠামোর দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি।এই জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

আর পড়তে পারেন