শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৯
news-image

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় মেহের ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। কলেজের আসপাশে ময়লা-আবর্জনা থাকলে সেগুলো পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। এ ছাড়াও সারা দেশে কল্লা কাটা বিষয়ে যে গুজব ছড়াচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। গুজবে কান দিবেন না, ছেলে ধরা সন্দেহ হলে কাউকে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে সপোর্দ করুন। এবং মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ থেকে বিরত থাকুন। কাউকে মাদক অবস্থায় দেখলে সাথে সাথে আমাদেরকে অবিহিত করবেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক, প্রভাশক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

আর পড়তে পারেন