শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তির বেরনাইয়া বাজারপরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০১৮
news-image

মোঃ মাহবুব আলমঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ ২১ বছর পর শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী বেরনাইয়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী)সকাল ৯ টায় থেকে বিকেল ৩ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণে ১৭ জন প্রার্থীর মধ্য থেকে ব্যবসায়ী কমিটি নির্বাচিত করেন ব্যবসায়ী ভোটাররা। বেরনাইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মোট ৩০৪ জন ভোটারের মধ্যে ২৮১জন ভোটারতাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে পদাধিকার বলে সভাপতি পদে নির্বাচিত হন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু হানিফ।

১০২ (ঘোড়া) ভোট পেয়ে সহ-সভাপতি পদে মোঃ শাহজালাল সেলিম, ১৭২ (সিএনজি) ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম সেলিম, ১৭৪ (আম) ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম সোহাগ, ১২২ (আপেল) ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ গিয়াস উদ্দিন সুমন, ১৮৬ (চশমা) ভোট পেয়ে সদস্য পদে মোঃ আব্দুল কুদ্দুস ও ৮৬ (হারিকেন) ভোট পেয়ে মোঃ বুলবুল আহম্মেদ নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে ডাঃ মোঃ মাহিন, দপ্তর সম্পাদক পদে মোঃ রাশেদুল ইসলাম,প্রচার সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ও নিরাপত্তা সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান নির্বাচিত হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খাজা মাইন উদ্দীন। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন প্রধান নির্বাচন কমিশনার, বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম ইব্রাহীম খলিল, নির্বাচন কমিশনার বেরনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, উপদেষ্টামন্ডলীর সদস্য শাহরাস্তি প্রেসক্লাবসহ-সভাপতি সজল পাল ও ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সফিকুর রহমান ।

আর পড়তে পারেন