শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে মাদকের টাকা না পেয়ে সন্তান বিক্রি ॥ আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৭, ২০১৭
news-image

 

সিদ্দিকুর রহমান নয়ন, শাহরাস্তিঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামে মাদকের টাকা জোগাতে না পেরে সন্তান বিক্রি করেছে পিতা। ওই অভিযোগের ৩দিন পর রোববার রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকা থেকে শিশুটি উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ। ওই ঘটনায় হাসিনা আক্তার নামে ১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার শিশুর বাবা হারুনুর রশিদ তার ছোট ছেলে জায়েদ হোসেনকে (৪) বাড়ি থেকে নিয়ে নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকায় ৫০ হাজার টাকার বিনিময়ে পূর্ব পরিচিত এক মহিলার কাছে বিক্রি করে দেন। পরে শিশুটির মা আয়শা আক্তার থানায় একটি সাধারণ ডায়রী করেন। এরই সূত্রধরে থানা পুলিশ রোববার রাতে নোয়াখালীর সোনাইমুড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। শিশুটির হেফাজতে থাকা হাসিনা আক্তারকেও এ সময় আটক করে পুলিশ। ঘটনার পর থেকেই শিশুটির বাবা পলাতক রয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। সোমবার সকালে আটককৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়। আটক হাসিনা আক্তার জানায়, তিনি ৩ কণ্যা সন্তানের জননী। একটি ছেলে সন্তানের আকাঙ্খা তাদের দীর্ঘদিনের। তাই বলে যেনতেন ভাবে তারা পুত্র সন্তান চাননি। তাদের পূর্ব পরিচিত হারুন বৃহস্পতিবার কোন খোঁজখবর ছাড়াই তাদের বাড়িতে হাজির হয়ে জানায়, তার ছোট ছেলেকে লালন পালনের জন্য হাসিনাকে দিয়ে দিতে চায়। যেহেতু সে অর্থ কষ্টে রয়েছে সেহেতু ১ লাখ টাকা সে সন্তানের বিনিময়ে দাবি করে। দেন-দরবারের পর ৫০ হাজার টাকা নিয়ে সন্তানটিকে রেখে হারুন চলে আসে। শিশুর মা আয়শা জানায়, আমার স্বামী হারুন নেশাগ্রস্থ ও বেকার। নেশার টাকা জোগাড় করতে সে প্রায়শঃ ঘরের জিনিসপত্র বিক্রি করে দিতো। গত বৃহস্পতিবার ছোট ছেলেকে দোকান থেকে কিছু কিনে দেয়ার নামে বাড়ি থেকে নিয়ে বিক্রি করে দেয়।

আর পড়তে পারেন