শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে আবদুল আউয়াল চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০১৮
news-image

 

স্টাফ রিপোরটারঃ

শাহরাস্তিতে মরহুম  এম. এ আউয়াল চেয়ারম্যান  ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে  ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

শুক্রবার (৪ মে) শাহরাস্তি পপুলার হাসপাতালে  সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্থানীয় অসহায় রোগীদের বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন মৃত. আবদুল আউয়াল চেয়ারম্যানের সন্তান কার্ডিওলজীর কনসালটেন্ট,  মেডিসিন, হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও শিশু রোগের চিকিৎসক  ডা: মো: আহসানুল কবীর, প্রসূতিবিদ্যা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: নাজমুন নাহার মিতু ও চক্ষু চিকিৎসক চাঁদপুর চক্ষু হাসপাতালের ডা: মো: মনির হোসেন।

প্রতিবছর শাহরাস্তিতে মরহুম আবদুল আউয়াল চেয়ারম্যান  ফাউন্ডেশনের পক্ষ থেকে হাজার হাজার রোগীর বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকেন বলেন জানান মৃত. আবদুল আউয়ালের সন্তান মো:  মাহফুজুল কবীর।

ফ্রি চিকিৎসা সেবা কাজে সহায়তা করেছেন ভাস্কর চক্রবর্তী, ঈমান হোসেন ফারুক,  শাহরাস্তি পপুলার হাসপাতাল( প্রা:)  লিমিটেডের ম্যানেজার  মো: জহিরুল ইসলাম, শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও নাট্যকার মো:জাহাঙ্গীর আলম হৃদয়সহ স্থানীয় সাংবাদিক,   সামাজিক,  সাংস্কৃতিক ও বিভিন্ন মেডিসিন কোম্পানির প্রতিনিধি প্রমুখ।

আর পড়তে পারেন