বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে বাড়ছে ইট ভাটা, কৃষি জমি পুড়ছে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৭
news-image

 

সিদ্দিকুর রহমান নয়ন, শাহরাস্তিঃ
শাহরাস্তিতে বাড়ছে ইটভাটা। পুড়ছে কৃষিজমি, বিপন্ন ভবিষৎ প্রজন্ম। আই পি সি সি রোনে প্রকাশিত এক রির্পোটে বলেছে সতর্কতা মূলক ব্যবস্থা না নিলে ৫০ বছরের মধ্যে বাংলাদেশের গর্ব সুন্দরবন বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাবে। পুঁজি বাদি বিশ্ব অতি মুনাফা ভোগী মানুষের চাহিদা মিটাতে অধিকহারে উৎপাদান করতে গিয়ে প্রতিষ্ঠা হচ্ছে শিল্প, কলকারখানা, বাড়ছে কার্বণ-ডাই অক্সাইড। আজ থেকে দিন বছর আগেও শাহরাস্তিতে ব্রিক ফিল্ড ছিল নয়টা। প্রতি বছরে স্থাপিত হচ্ছে নতুন ব্রিক ফিল্ড। বর্তমানে ঊনিশের কোটায়। ব্রিক ফিল্ড থাকলেও এ বছরের শেষ নাগাদ এ সংখ্যা পঁচিশের কোঁটায় দাড়াবে। কৃষিবিদদের মতে, মাটির তিন থেকে ছয় ইঞ্চি হলো অতি মূল্যবান। ফসল উৎপাদনে এ অংশটুকুর অবদান সব চেয়ে বেশি। ব্রিক ফিল্ডের প্রধান উপকরণও এ মূল্যবান অংশটুকু । ফলে জমির উৎপাদিত শক্তি হারাচ্ছে। ব্রিক ফিল্ডের আশেপাশের জমির শতকরা ৮০ ভাগ মাটি ব্রিক ফিল্ডে বিক্রি করতেছে জমির মালিকরা। ইতিমধ্যে এর ক্ষতির প্রভাব পড়তে শুরু করেছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার ধারে কাছে ও পৌঁছাতে পারেনি উৎপাদন। ইট পোড়নোর ক্ষেত্রে কয়লা, বিদ্যুৎ ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে কাঠ, শিল্প কারখানার রাসায়নিক-বর্জ্য, গাড়ির টায়ার। যার কারনে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে এখন থেকে মজুদ করা শুরু করেছে মাটি কাটা ও বিভিন্ন রাসায়নিক বর্জ্য। ব্রিক ফিল্ডগুলোতে কখনো মোবাইল কোট গিয়েছিল কিনা বলে শোনা যায়নি। ব্রিকফিল্ডের মালিকরা বেশির ভাগ প্রভাবশালী ব্যক্তিত্ব কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব বলে জানা গেছে। চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের এক সহকারী অফিসার জানান, ছাড়পত্র দেবার সময় আমরা স্পষ্ট কিছু শর্ত দেই। কৃষি জমির টপ সয়েল ব্যবহার করা যাবেনা। কৃষি জমির মাটি ব্যবহার করা যাবে না। আমাদের কাছে অভিযোগ আসলে তদন্তের ভিত্তিতে আমরা অবশ্যই ওই ইট ভাটার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। অপর এক প্রশ্নে এই কর্মকর্তা বলেন চাঁদপুরে মোট ১১৯টি ইট ভাটা আছে। এর মধ্যে ২২টি অবৈধ হলেও হাইকোর্টের রিট করে তারা কার্যক্রম পরিচালনা করছে। যে কারনে আমরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনা।

আর পড়তে পারেন